রবিবার, ২২ মে, ২০২২

অন্য কিছু করার সময় নাই

 

শৈশব, কৈশোর, যৌবন।

 বয়স কত কারো মনে নেই। যখন একসাথে হই। হয়ে উঠি আমরা বিশেষ জাতের #জাগ্রত_৯৬ এক অভিন্ন রূপের মানুষ। যেখানে কোন মানা নেই।  

আগামিকাল সময় নাও থাকতে পারে। যত দিন বাঁচ, খাও দাও, রোদে পোঁড়, স্নান কর, নাচ গাও, উন্মাদ হও, পাগল হও, যেন অন্য কিছু করার সময় তোমার নাই। সবাই শিশু থেকে মৃত্যু পর্যন্ত বন্ধু আমরা।

Sarwar Alam's Life

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি একদিন নিজেকে খুঁজে পাব।

আমি কে? আমি তা ভুলে গিয়েছিলাম। নাম, পরিচয়, সবই হারিয়ে গিয়েছিল। কিন্তু আমি থেমে যাইনি। অন্বেষণ করেছি, নিজেকে খুঁজে বের করার চেষ্টা করেছি। আমি...