মঙ্গলবার, ৩১ মে, ২০২২

প্রকৃত জিবন

যেটা দেখি

পুরুষদের মহিলাদের প্রতি আসক্তি, মহিলাদের পুরুষদের প্রতি আসক্তি অথবা নর-নারী নির্বিশেষে অর্থের প্রতি আসক্তি, সামাজিক পদ মর্যাদার প্রতি আসক্তি, অথবা মানুষ আশা করে সুন্দর সুখী জীবন ও একটি ভাল বাড়ী-গাড়ির প্রতি। যা নর-নারী সারা জীবন প্রত্যাশা করে। এ সবগুলো বিষয় সবসময় দুনিয়ায় বিদ্যমান আছে,সবসময় ছিল এবং থাকবে। 


 



প্রকৃতপক্ষে এই জীবন শুধুমাত্র বাস্তব কিছু অর্জন করার জন্যই নয় অথবা শুধু শারীরিক সুখ অর্জনের জন্যও নয়। শুধুমাত্র আপনার নিজের অবস্থানকে ভাল করার জন্যও নয়। 
আপনি জীবন যাপন করেন আপনার চারপাশের সবকিছু ভাল করার উদ্দেশ্যে। তখন বুঝতে পারবেন প্রকৃত জীবন মানে চিরস্থায়ী সুখ।


আমি ঈশ্বরকে সব বলে দিব

  •  পৃথিবী ফেরত চান সৃষ্টিকর্তা  !!!
  • কি হল এত পরমাণু বোমা, 
  • হাইড্রোজেন বোমা বানিয়ে?
  • আমেরিকার বি- স্টেলথ্ বোমারু বিমান নাকি আলপিনের ডগায় বোমা ফেলতে পারে কয়েক কিলোমিটার উঁচু থেকে। 
  • রাশিয়ান S400 মিসাইল ডিফেন্স নাকি পৃথিবীকে কয়েক চক্কর কেটে ফেলার ক্ষমতা রাখে,
  • Ak 107 নাকি আস্ত ট্যাংক উড়িয়ে দেয় এক নিমিষে।
  • মানুষ মারার কত আয়োজন !!
  • মনে আছে? 
  • সিরিয়ার সেই ৩ বছরের ছেলের কথা...
  • মরার আগে যে বলেছিল -"আমি ঈশ্বর কে সব বলে দেব "
  • সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে। 
  • হয়তো বলে দিয়েছে - আমাদের পৈশাচিকতার কথা, লোভের কথা, অসভ্যতার কথা, নির্যাতনের কথা, আমরা মানুষ মেরেছি হাজারে- হাজার, একে অপরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র বানিয়েছি লক্ষ -কোটি !
  • এক গবেষণায় বলছে ২০১৮ সালে পৃথিবীতে কেবল মাত্র যুদ্ধের প্রস্তুতির জন্য খরচ হয়েছে ১.৮২২ ট্রিলিয়ন মার্কিন ডলার।। 
  • সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে ---

  • বলেছে সেই পাখিটির কথা- যে তার আকাশে উড়ে না,
  •  বলেছে সেই আকাশের কথা- যে আকাশটা নিল ছিল, 
  • বলেছে সেই বাতাসের কথা - যে একদিন নির্মল ছিলো,
  • বলেছে সেই পৃথিবীর কথা- যে একদিন সবার ছিল,
  • এই সবার পৃথিবীকে আমরা ভাগ করেছি ইচ্ছে মতো,
  • ধর্মের নামে, দেশের নামে, ভাষার নামে মানুষকে দূরে সরিয়েছি।
  •  চামড়ার নাম দিয়ে, গনতন্ত্রের নাম দিয়ে, কেটে টুকরো টুকরো করে দিয়েছি আমাদের এই পৃথিবীকে।
  • সাগর পাড়ে পড়ে থাকা এ্যলান কুর্দি,
  • কাটা তারে ঝুলতে থাকা ফেলানি। 
  • তারা হয়তো সব বলে দিয়েছে ঈশ্বরকে !!
  • ঈশ্বর এবার তার পৃথিবীকে ফেরত চেয়েছেন !
  • তিনি হয়তো শুনেছেন তাদের সব অভিযোগ---- 

  • হয়তো শুনেছেন প্রকৃতির আর্তনাদ-
  • শুনেছেন সেই পাখিটির কান্না- এটাই হয়তো ঈশ্বরের মার,  কিংবা প্রকৃতির প্রতিশোধ ।
  • বৈভবে মোড়া দুবাই এর ৮২৮ মিটার উঁচু মিনারের বুর্জ খলিফা নাকি খাঁ খাঁ করছে ,
  • সোনা আর পেট্রো ডলারে মুড়ে রাখা অহংকার এখন থরথর করে কাপছে মৃত্যুভয়ে----
  • ক্ষুদ্রাতিক্ষুদ্র একটা ভাইরাসের ভয়ে প্ররাক্রমশালীরা অসহায়ের মত ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, কোটার কলার কাটা বিজ্ঞানীর দিকে !
  • চরম উন্নাসিকতায় যাদের দিকে কেউ ফিরে ও তাকায় না। 
  • তবে এ যুদ্ধ কেবল অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে? 
  • বোধ হয় না। 
  • একদিন হয়তো সব ঠিক হবে, কিন্তু আমরা কি সত্যিই মানুষ হবো? 
  • এই অন্তহীন প্রশ্ন ভবিষ্যতের জন্য রেখে 
  • আজ অন্তত বাঁচার স্বপ্ন দেখি----
  • ঘরে থাকুন,  সুস্থ থাকুন
  • প্রয়োজনে অবশ্যই মাস্ক পরেন। 
  • ধন্যবাদ। 

                                                                                রবিবার, ২২ মে, ২০২২

                                                                                চমৎকার দিন

                                                                                একটি চমৎকার দিন কাটুক ! শান্তি , বন্ধুত্ব , হাসি , ভাল বোঝাপড়া , ইতিবাচক চিন্তা , শান্ত, হাসি এবং ভাল ইচ্ছা , মজা ! নিরাপদে থাকুন !💕💕💕💕💕💕💕💕💕

                                                                                চরিত্র

                                                                                alamsarwar
                                                                                কক্সবাজার সমুদ্র সৈকত

                                                                                চরিত্র
                                                                                এতটাই মূল্যবান যা হারালে একটা মানুষের সবটা হারায়। টাকা পয়সা ক্ষতি হল তো কিছু ক্ষতি হল। স্বাস্থ্য ক্ষতি হল তো আরও বেশী কিছু ক্ষতি হল। আর চরিত্রহীন হলেন তো আপনার জীবনের সবটাই হারালেন। তাই ভাল মানুষের সাথে চলুন ভাল কাজ করার চেষ্টা করুন Sarwar Alam's Life 

                                                                                বাবা

                                                                                একজন পিতা এমন একজন ব্যক্তি যিনি তার ছেলেকে তার চেয়ে ভালো একজন মানুষ হতে চান। আমি আশা করি আমি আমার ছেলের কাছে বাবার মতো ভালো হতে পারব যেমনটা আমার বাবা আমার কাছে ছিলেন।


                                                                                চীনা প্রবাদ- আপনার ছেলেকে একটি দক্ষতা দেওয়া তাকে এক হাজার সোনার টুকরো দেওয়ার চেয়ে ভাল।


                                                                                আমার ছেলে, আমার জীবন, আমার সবকিছু। আমি আমার ছেলেকে আমার সমস্ত হৃদয় দিয়ে ভালবাসি। চিরকাল এবং সর্বদা। আমার ছেলে আমার পাওয়া সেরা উপহার।  সে আমার দিনের রোদ। আমার আত্মায় আনন্দ।  আর আমার জীবনের ভালোবাসা। 


                                                                                Sarwar Alam's Life

                                                                                বেচেঁ থাকা

                                                                                আপনি যখন সকালে উঠবেন, তখন চিন্তা করুন যে বেঁচে থাকা, শ্বাস নেওয়া, চিন্তা করা, উপভোগ করা, ভালবাসার জন্য এটি কত মূল্যবান সুযোগ।"


                                                                                অন্য কিছু করার সময় নাই

                                                                                 

                                                                                শৈশব, কৈশোর, যৌবন।

                                                                                 বয়স কত কারো মনে নেই। যখন একসাথে হই। হয়ে উঠি আমরা বিশেষ জাতের #জাগ্রত_৯৬ এক অভিন্ন রূপের মানুষ। যেখানে কোন মানা নেই।  

                                                                                আগামিকাল সময় নাও থাকতে পারে। যত দিন বাঁচ, খাও দাও, রোদে পোঁড়, স্নান কর, নাচ গাও, উন্মাদ হও, পাগল হও, যেন অন্য কিছু করার সময় তোমার নাই। সবাই শিশু থেকে মৃত্যু পর্যন্ত বন্ধু আমরা।

                                                                                Sarwar Alam's Life

                                                                                দুনিয়া

                                                                                প্রেম ভালবাসা পেলে সারা পৃথিবী জয় করা যায়। ঘৃনা থেকে চারদিক অসুখ ছড়ায়। হাতে হাত দেখ মিলায় । জিততে পারি সবাই সারা দুনিয়ায়। #জাগ্রত_৯৬ রামু।

                                                                                Sarwar Alam's life




                                                                                তোমাকে দেখতে চাই

                                                                                আমার হৃদয়ের চোখ খোলো প্রভু আমার হৃদয়ের চোখ খোলো আমি তোমাকে দেখতে চাই আমি তোমাকে দেখতে চাই আমার হৃদয়ের চোখ খোলো, 
                                                                                প্রভু আমার হৃদয়ের চোখ খোলো আমি তোমাকে দেখতে চাই আমি তোমাকে দেখতে চাই তোমার মহিমার আলোয় জ্বলজ্বল করে তোমার শক্তি ও ভালবাসা ঢেলে দিতে তোমাকে দেখতে, পবিত্র, পবিত্র, পবিত্র, পবিত্র, পবিত্র, পবিত্র, পবিত্র, পবিত্র, পবিত্র, পবিত্র, পবিত্র, পবিত্র, পবিত্র, পবিত্র, পবিত্র, পবিত্র, পবিত্র, পবিত্র, পবিত্র, পবিত্র, পবিত্র, পবিত্র আমি তোমাকে দেখতে চাই



                                                                                এই আমি

                                                                                 এই আমি, এই আমি

                                                                                 আমি বরং হতে চাই পৃথিবীতে অন্য কোথাও নেই
                                                                                 এখানে আমি, এটা শুধু আমি এবং আপনি
                                                                                 আজ রাতে আমরা আমাদের স্বপ্নকে সত্যি করি
                                                                                 এটা একটা নতুন পৃথিবী, এটা একটা নতুন শুরু
                                                                                 তরুণ হৃদয়ের স্পন্দনে এটি জীবিত
                                                                                 এটি একটি নতুন দিন, এটি একটি নতুন পরিকল্পনা
                                                                                 আমি তোমার জন্য অপেক্ষা করছি
                                                                                 আমি এখানে
                                                                                 আমি এখানে
                                                                                 এখানে আমরা আছি, আমরা সবে শুরু করেছি
                                                                                 এবং এত কিছুর পরে, আমাদের সময় এসেছে
                                                                                 হ্যাঁ, আমরা এখানে আছি, এখনও শক্তিশালী হয়ে যাচ্ছি
                                                                                 ঠিক এই জায়গায় যেখানে আমরা অন্তর্গত
                                                                                 এটা একটা নতুন পৃথিবী, এটা একটা নতুন শুরু
                                                                                 তরুণ হৃদয়ের স্পন্দনে এটি জীবিত
                                                                                 এটি একটি নতুন দিন, এটি একটি নতুন পরিকল্পনা
                                                                                 আমি তোমার জন্য অপেক্ষা করছি
                                                                                 আমি এখানে
                                                                                 হ্যাঁ, আমি এখানে
                                                                                 আমি এখানে
                                                                                 আপনার জন্য অপেক্ষা করছি
                                                                                 আমি এখানে
                                                                                 এটা আমি
                                                                                 আমি বরং হতে চাই পৃথিবীতে অন্য কোথাও নেই
                                                                                 আমি এখানে
                                                                                 এটা শুধু আমি এবং আপনি
                                                                                 আজ রাতে আমরা আমাদের স্বপ্নকে সত্যি করি
                                                                                 এটা একটা নতুন পৃথিবী
                                                                                 এটা একটা নতুন শুরু
                                                                                 তরুণ হৃদয়ের স্পন্দনে এটি জীবিত
                                                                                 এটা একটা নতুন দিন
                                                                                 এটা একটা নতুন পরিকল্পনা
                                                                                 আমি তোমার জন্য অপেক্ষা করছি
                                                                                 এটা একটা নতুন পৃথিবী
                                                                                 এটা একটা নতুন শুরু
                                                                                 তরুণ হৃদয়ের স্পন্দনে এটি জীবিত
                                                                                 এটা একটা নতুন দিন
                                                                                 এটা একটা নতুন পরিকল্পনা
                                                                                 আমি তোমার জন্য অপেক্ষা করছি (অপেক্ষা অপেক্ষা অপেক্ষা)
                                                                                 আমি এখানে
                                                                                 আমি এখানে
                                                                                 ডান পাশে
                                                                                 আর হঠাৎ করেই পৃথিবীটা একদম নতুন
                                                                                 আমি এখানে
                                                                                 আমি এখানে
                                                                                 যেখানে আমি থাকব
                                                                                 এখন আমাদের পথে কোনো বাধা নেই
                                                                                 আমি এখানে
                                                                                 আমি এখানে
                                                                                 এটা আমি


                                                                                বড় সফলতা

                                                                                জীবনে সবচেয়ে বড় সফলতা---- মনে করি---- মানুষ রূপে গড়ে তোলা------ নিজের সন্তানদের----একজন মা বাবা র----- এর চেয়ে বড় সফলতা---- পৃথিবীতে কি আছে------ 


                                                                                যে সন্তান---- বড়দের ইজ্জত করবে--- ছোটদের স্নেহ করবে---- সৎ ব্যবসায়ী হবে---- চাকরিতে দুর্নীতি আর ঘুষ নেবে না----- সুদ খাবে না---- মানব কল্যানে নিজেকে বিসর্জন দিবে----- তবেই মানুষ হইতে পারবে।




                                                                                শনিবার, ২১ মে, ২০২২

                                                                                যুদ্ধ চাই না

                                                                                মানবজাতির উপর এত কঠিন শাস্তির বিধান চাপিয়ে দিল। অন্তত দেহটাকে আত্মার সাথে উঠিয়ে নিত। কষ্টের আঘাতে শারিরিক যন্ত্রণা নিয়ে মানবজাতি মারা যায়। তার উপর মৃত দেহটার অবস্থা আরো তীব্র কষ্ট এবং যন্ত্রনাদায়ক ভাবে অন্তিম সংস্কার করে। কাউকে পুঁড়িয়ে আবার কাউকে কবরে। 



                                                                                সামান্য ভাইরাস রোগের প্রতিরোধ ক্ষমতা হারিয়ে মানবজাতি স্নায়ু যুদ্ধের মাঝে ভাসে। সেখানে আবার পশ্চিমা দেশে যুদ্ধ লেগে আছে। রাশিয়া  বনাম ইউক্রেন যুদ্ধের নামে মানব হত্যা ও পৃথিবী ধ্বংসের ভয় ভীতিকর মরনাস্ত্র প্রদর্শন। জাতিসংঘের ক্যাডার আমেরিকা অস্ত্র ব্যবসার বিশ্ববাজার দখল করার সুযোগ খুজে। 


                                                                                যুদ্ধ ধ্বংস ছাড়া কিছু দিতে পারে না, যুদ্ধ কখনো শান্তি দিতে পারে না। বিশ্বে যারা শান্তিকামি দেশ তারাও কিন্তু শান্তিতে নেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে হিমসিম। অসাধু ব্যবসায়ী যারা তারা প্রতিটি পন্যের মুল্যবৃদ্ধী করে আছে। খাইলে খাঁ হারাম না খাইলে মর। 


                                                                                আমরা আমাদের জিবনের শত্রু নাকি জন্মগত প্রভুর শত্রু রিসাইক্লেনিং হয়ে আছি। কেন মানবজাতির কোন মুক্তি নেই?


                                                                                 প্রভু যেন অদৃশ্যমান শৃংখলে বন্দি করে রেখেছে। প্রভু আমাদের উপর সহায় হউন। সহায় হোন মানবজাতির প্রত্যক শিশুর প্রতি। তারা নতুন তাদের দিকে চেয়ে সব ক্ষমা করে দিন। 


                                                                                আমরা ১ম বিশ্ব যুদ্ধ দেখেছি মানব হত্যা ছাড়া কিছু না। আমরা ২য় বিশ্ব যুদ্ধ দেখেছি সেখানেও মানব হত্যা ছাড়া আর কিছু না। 


                                                                                প্রভু, 

                                                                                আর কোন যুদ্ধ আমরা দেখতে চাই না।

                                                                                                                                            প্রভু আমরা          তোমাকে পেতে চাই। যিনি বিশ্ব ভ্রমান্ড এত সুন্দর সুনিপুণ  বায়ুব্যায়র মাধ্যমে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন আমাদের। 

                                                                                                               সকল প্রশংসা আপনার জন্য প্রভু।

                                                                                সময়ের ইতিহাস

                                                                                বিষ মগজ খেয়ে যাচ্ছে আজও আমাকে। সে যন্ত্রনা থেকে মুক্তি চাই। মগজে ব্যাথা, ঘুমের মধ্যে চিৎকারে কেঁদে বুক (ওরা) আবার আসলে আমায় যদি মেরে ফেলে। 


                                                                                আপনার সন্তানদের পড়া লেখা করার জন্য শাসন করতেন। মিথ্যা, খারাপ আচর না করার জন্য বারন করতেন। সে হলেন আপনি বাবা বিনম্র শ্রদ্ধা।


                                                                                নিজ হাতে সন্তানদের সংসার দিলেন, ব্যবসা দিলেন, বাড়ি দিলেন, যতদিন আপনিও ছিলেন সবার সাথে সুসম্পর্ক ছিল। যারা অল্প শিক্ষীত তাদেরকে ব্যবহার করে অন্য সন্তান যারা,  তারা সে সুযোগে আপনার বিশ্বাসে আঘাত করেন। তারা কোথায় আপনার শাসন বারন শুনেছেন। তারা করেছেন আপনার বাটুয়ারার সাথে বাটপারি। একদিন এর হিসাব দিতে হবে নিশ্চয় সময়ের ইতিহাসে।


                                                                                ওপারে চলে যাওয়ার আগে শেষ কথা হয় আপনার সাথে- তুই আমাকে ক্ষমা করে দিছ। আপনার কথাটা আজও আমাকে চিন্তা করেন এবং ক্ষমা, ক্ষমা, ক্ষমা। আর একটা কথা বলিলেন নামাজ পড়িছ। বাবা, ফিরে আসেননি আর। আপনাকে অভাব বোধ করি আর বেশি ভালবাসি। 


                                                                                শবে কদরে আপনার জন্য দোয়া করি এবং আপনার প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করি। প্রভু, আপনার সমস্ত গুনা যেন ক্ষমা করে দেন। আপনার দেওয়া ভাল শিক্ষায় সুনামে পৃ্থিবী থেকে চির বিদায় নিতে পারি -একজন সত্যবাদী মানুষ হয়ে।


                                                                                মা- কে আরো ভীষন ভয় হয়। আপনি চলে যাওয়ার পর থেকে, মা ও নেই। একটা উক্তি মনে পড়ে আপনার-


                                                                                যে ব্যাক্তি ক্ষমা করতে জানে না, তার কাছে ক্ষমা না চাইতে। আসলে আমার শক্তি ছিলেন আপনিই। আপনাকে  হারিয়ে আজ মনে হচ্ছে- অনেক বড় ক্ষমতা হারিয়ে ফেলেছি  দুনিয়ায়। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক। 


                                                                                বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, কারা নির্যাতিত মুক্তিযোদ্ধা,
                                                                                বাংলাদেশ আওয়ামি লীগ, চট্টগ্রাম জেলার মহকুমার, ১৯৭১ মুক্তিযুদ্ধের সংঘটক, কক্সবাজার জেলার, রামু সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠতা ও দাতা সদস্য- সৈয়দ আলম সওদাগর।

                                                                                আমি এ-তিম। 

                                                                                 

                                                                                বন্ধুত্ব






                                                                                আমাদের বেচেঁ থাকার জন্য যেমন অক্সিজেনের প্রয়োজন হয় ঠিক তেমনি প্রয়োজন হয় কিছু ভালো বন্ধুর। বন্ধুত্ব হলো বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা এবং সহযোগিতা দিয়ে তৈরী একটি পবিত্র সম্পর্ক। প্রভুর দেওয়া সবথেকে ভাল উপহারের মধ্য একটি হল বন্ধুত্ব। আপনাকে এই সুন্দর কক্সবাজার সূর্যাস্ত + শক্তিশালী চিরস্থায়ী সমুদ্রের তরঙ্গ + সমুদ্রের কিনারা পাহাড় দেখাতে হয়েছিল। আপনি মনে অনুভব করতে পারেন। 
                                                                                Sarwar Alam's Life 

                                                                                জীবন

                                                                                •  জীবন তোমার
                                                                                • তুমি শিক্ষার্থী তুমি আগামী ভবিষ্যত।  তোমাকে পড়া লেখা করার জন্য স্কুল, বই, খাতা, কলম শিক্ষক দিলাম। জামা কাপড় দিলাম দেখতে তোমাকে সুন্দর লাগার জন্য। তোমাকে ভাল ভাল খাবার দিলাম সুস্থ সবল করার জন্য। তাতেই তুমি মানুষ হও- দীর্ঘ হও। একজন আদর্শবান পুরুষ হিসাবে দেশ ও জাতির কল্যাণ মূলক কাজে নিযুক্ত হতে পার। জীবন হউক তোমার ভবিষ্যত উজ্জ্বল ও দোয়া কামনায়।
                                                                                • 👬💕👬
                                                                                • ইতি 
                                                                                • (তোমার বাবা) 
                                                                                • Sarwar Alam's Life

                                                                                বুধবার, ১৮ মে, ২০২২

                                                                                জাগ্রত_৯৬ রামু।


                                                                                 জাগ্রত_৯৬ রামু। 
                                                                                 💓💓💓💓
                                                                                পারিবারিক ঈদ পুনর্মিলন আয়োজন ২০২২
                                                                                 বন্ধুদের পৃথিবীতে পরিবারের নতুন প্রজন্ম৯৬ দের জানাই শুভেচ্ছা। প্রজন্ম৯৬ হোক আরো সুন্দর, হোক আরো ভাল দিন কামনা।
                                                                                অভিনন্দন_৯৬ বন্ধুদের, আজকের দিনটা সবার ভাল কাটুক আর খুশির দিন হিসাবে স্মরন থাক। 
                                                                                তথ্যব্যান্ড #জাগ্রত_৯৬_এ বন্ধুদের সহযোগীতায় ফিওচার প্রজন্ম ৯৬ শিশুদের শিক্ষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিনোদন। 
                                                                                সাগর কিনার দরিয়ার নগর।
                                                                                 কক্সবাজার_বাংলাদেশ স্থানে খুব সুন্দর অনুষ্ঠান উপভোগ করেন এবং সবাই আনন্দিত। 💓💓💓💓



                                                                                আমি একদিন নিজেকে খুঁজে পাব।

                                                                                আমি কে? আমি তা ভুলে গিয়েছিলাম। নাম, পরিচয়, সবই হারিয়ে গিয়েছিল। কিন্তু আমি থেমে যাইনি। অন্বেষণ করেছি, নিজেকে খুঁজে বের করার চেষ্টা করেছি। আমি...