মঙ্গলবার, ৩১ মে, ২০২২

আমি ঈশ্বরকে সব বলে দিব

  •  পৃথিবী ফেরত চান সৃষ্টিকর্তা  !!!
  • কি হল এত পরমাণু বোমা, 
  • হাইড্রোজেন বোমা বানিয়ে?
  • আমেরিকার বি- স্টেলথ্ বোমারু বিমান নাকি আলপিনের ডগায় বোমা ফেলতে পারে কয়েক কিলোমিটার উঁচু থেকে। 
  • রাশিয়ান S400 মিসাইল ডিফেন্স নাকি পৃথিবীকে কয়েক চক্কর কেটে ফেলার ক্ষমতা রাখে,
  • Ak 107 নাকি আস্ত ট্যাংক উড়িয়ে দেয় এক নিমিষে।
  • মানুষ মারার কত আয়োজন !!
  • মনে আছে? 
  • সিরিয়ার সেই ৩ বছরের ছেলের কথা...
  • মরার আগে যে বলেছিল -"আমি ঈশ্বর কে সব বলে দেব "
  • সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে। 
  • হয়তো বলে দিয়েছে - আমাদের পৈশাচিকতার কথা, লোভের কথা, অসভ্যতার কথা, নির্যাতনের কথা, আমরা মানুষ মেরেছি হাজারে- হাজার, একে অপরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র বানিয়েছি লক্ষ -কোটি !
  • এক গবেষণায় বলছে ২০১৮ সালে পৃথিবীতে কেবল মাত্র যুদ্ধের প্রস্তুতির জন্য খরচ হয়েছে ১.৮২২ ট্রিলিয়ন মার্কিন ডলার।। 
  • সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে ---

  • বলেছে সেই পাখিটির কথা- যে তার আকাশে উড়ে না,
  •  বলেছে সেই আকাশের কথা- যে আকাশটা নিল ছিল, 
  • বলেছে সেই বাতাসের কথা - যে একদিন নির্মল ছিলো,
  • বলেছে সেই পৃথিবীর কথা- যে একদিন সবার ছিল,
  • এই সবার পৃথিবীকে আমরা ভাগ করেছি ইচ্ছে মতো,
  • ধর্মের নামে, দেশের নামে, ভাষার নামে মানুষকে দূরে সরিয়েছি।
  •  চামড়ার নাম দিয়ে, গনতন্ত্রের নাম দিয়ে, কেটে টুকরো টুকরো করে দিয়েছি আমাদের এই পৃথিবীকে।
  • সাগর পাড়ে পড়ে থাকা এ্যলান কুর্দি,
  • কাটা তারে ঝুলতে থাকা ফেলানি। 
  • তারা হয়তো সব বলে দিয়েছে ঈশ্বরকে !!
  • ঈশ্বর এবার তার পৃথিবীকে ফেরত চেয়েছেন !
  • তিনি হয়তো শুনেছেন তাদের সব অভিযোগ---- 

  • হয়তো শুনেছেন প্রকৃতির আর্তনাদ-
  • শুনেছেন সেই পাখিটির কান্না- এটাই হয়তো ঈশ্বরের মার,  কিংবা প্রকৃতির প্রতিশোধ ।
  • বৈভবে মোড়া দুবাই এর ৮২৮ মিটার উঁচু মিনারের বুর্জ খলিফা নাকি খাঁ খাঁ করছে ,
  • সোনা আর পেট্রো ডলারে মুড়ে রাখা অহংকার এখন থরথর করে কাপছে মৃত্যুভয়ে----
  • ক্ষুদ্রাতিক্ষুদ্র একটা ভাইরাসের ভয়ে প্ররাক্রমশালীরা অসহায়ের মত ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, কোটার কলার কাটা বিজ্ঞানীর দিকে !
  • চরম উন্নাসিকতায় যাদের দিকে কেউ ফিরে ও তাকায় না। 
  • তবে এ যুদ্ধ কেবল অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে? 
  • বোধ হয় না। 
  • একদিন হয়তো সব ঠিক হবে, কিন্তু আমরা কি সত্যিই মানুষ হবো? 
  • এই অন্তহীন প্রশ্ন ভবিষ্যতের জন্য রেখে 
  • আজ অন্তত বাঁচার স্বপ্ন দেখি----
  • ঘরে থাকুন,  সুস্থ থাকুন
  • প্রয়োজনে অবশ্যই মাস্ক পরেন। 
  • ধন্যবাদ। 

                                                                                কোন মন্তব্য নেই:

                                                                                একটি মন্তব্য পোস্ট করুন

                                                                                আমি একদিন নিজেকে খুঁজে পাব।

                                                                                আমি কে? আমি তা ভুলে গিয়েছিলাম। নাম, পরিচয়, সবই হারিয়ে গিয়েছিল। কিন্তু আমি থেমে যাইনি। অন্বেষণ করেছি, নিজেকে খুঁজে বের করার চেষ্টা করেছি। আমি...