রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

আমার ভালোবাসা তোমার হৃদয় থাকবে।

যেদিন আমি থাকব না, তুমি হয়ত দেখবে তখন, আমাকে নিয়ে ব্যস্ত সময়ের দিনগুলোর ছবি।

আমাকে নিয়ে কত ছুটে বেড়িয়েছে তোমার মন, কত কথা হয়েছে আমাদের, কত স্বপ্ন দেখেছি আমরা একসাথে।

সেসব ছবি দেখে তুমি হয়ত কাঁদবে, হয়ত হাসবে, হয়ত বুঝতে পারবে, আমি তোমার জীবনে কতটা ছিলাম।

আমি থাকব না, কিন্তু আমার স্মৃতিগুলো তোমার সাথে থাকবে, আমার ভালোবাসা তোমার হৃদয়ে থাকবে। 



শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

একদিন আমি মুক্ত হব।

● আর কত কাল বট বৃক্ষের ছায়ার মতন তোমার ছায়ার নিচে থাকব? তোমার অন্ধকারে হারিয়ে যাব? তোমার বিষের মধ্যে ডুবে যাব?

আর কত কাল তোমার কথায় বিশ্বাস করব? তোমার প্রতিশ্রুতি বিশ্বাস করব? তোমার ভালোবাসায় বিশ্বাস করব?

আর কত কাল তোমার কাছে অপেক্ষা করব? তোমার ফিরে আসার অপেক্ষা করব? তোমার ভালোবাসার অপেক্ষা করব?

আর কত কাল?

কত কাল আর অপেক্ষা করব? কত কাল আর বিশ্বাস করব? কত কাল আর তোমার ছায়ার নিচে থাকব?

কত কাল আর তোমার কথায় বিশ্বাস করব? কত কাল আর তোমার প্রতিশ্রুতি বিশ্বাস করব? কত কাল আর তোমার ভালোবাসায় বিশ্বাস করব?

কত কাল?

আমি জানি না, কত কাল আর অপেক্ষা করব। কত কাল আর বিশ্বাস করব। কত কাল আর তোমার ছায়ার নিচে থাকব।

কিন্তু আমি জানি, একদিন আমি তোমাকে ছেড়ে চলে যাব। তোমার ছায়ার নিচে থেকে বেরিয়ে আসব। তোমার বিষ থেকে মুক্ত হব।

একদিন আমি তোমাকে ভুলে যাব। তোমার কথা মনে রাখব না। তোমার ভালোবাসাকে মনে রাখব না।

একদিন আমি মুক্ত হব। তোমার থেকে মুক্ত হব।





মঙ্গলবার, ৩১ মে, ২০২২

প্রকৃত জিবন

যেটা দেখি

পুরুষদের মহিলাদের প্রতি আসক্তি, মহিলাদের পুরুষদের প্রতি আসক্তি অথবা নর-নারী নির্বিশেষে অর্থের প্রতি আসক্তি, সামাজিক পদ মর্যাদার প্রতি আসক্তি, অথবা মানুষ আশা করে সুন্দর সুখী জীবন ও একটি ভাল বাড়ী-গাড়ির প্রতি। যা নর-নারী সারা জীবন প্রত্যাশা করে। এ সবগুলো বিষয় সবসময় দুনিয়ায় বিদ্যমান আছে,সবসময় ছিল এবং থাকবে। 


 



প্রকৃতপক্ষে এই জীবন শুধুমাত্র বাস্তব কিছু অর্জন করার জন্যই নয় অথবা শুধু শারীরিক সুখ অর্জনের জন্যও নয়। শুধুমাত্র আপনার নিজের অবস্থানকে ভাল করার জন্যও নয়। 
আপনি জীবন যাপন করেন আপনার চারপাশের সবকিছু ভাল করার উদ্দেশ্যে। তখন বুঝতে পারবেন প্রকৃত জীবন মানে চিরস্থায়ী সুখ।


আমি ঈশ্বরকে সব বলে দিব

  •  পৃথিবী ফেরত চান সৃষ্টিকর্তা  !!!
  • কি হল এত পরমাণু বোমা, 
  • হাইড্রোজেন বোমা বানিয়ে?
  • আমেরিকার বি- স্টেলথ্ বোমারু বিমান নাকি আলপিনের ডগায় বোমা ফেলতে পারে কয়েক কিলোমিটার উঁচু থেকে। 
  • রাশিয়ান S400 মিসাইল ডিফেন্স নাকি পৃথিবীকে কয়েক চক্কর কেটে ফেলার ক্ষমতা রাখে,
  • Ak 107 নাকি আস্ত ট্যাংক উড়িয়ে দেয় এক নিমিষে।
  • মানুষ মারার কত আয়োজন !!
  • মনে আছে? 
  • সিরিয়ার সেই ৩ বছরের ছেলের কথা...
  • মরার আগে যে বলেছিল -"আমি ঈশ্বর কে সব বলে দেব "
  • সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে। 
  • হয়তো বলে দিয়েছে - আমাদের পৈশাচিকতার কথা, লোভের কথা, অসভ্যতার কথা, নির্যাতনের কথা, আমরা মানুষ মেরেছি হাজারে- হাজার, একে অপরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র বানিয়েছি লক্ষ -কোটি !
  • এক গবেষণায় বলছে ২০১৮ সালে পৃথিবীতে কেবল মাত্র যুদ্ধের প্রস্তুতির জন্য খরচ হয়েছে ১.৮২২ ট্রিলিয়ন মার্কিন ডলার।। 
  • সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে ---

  • বলেছে সেই পাখিটির কথা- যে তার আকাশে উড়ে না,
  •  বলেছে সেই আকাশের কথা- যে আকাশটা নিল ছিল, 
  • বলেছে সেই বাতাসের কথা - যে একদিন নির্মল ছিলো,
  • বলেছে সেই পৃথিবীর কথা- যে একদিন সবার ছিল,
  • এই সবার পৃথিবীকে আমরা ভাগ করেছি ইচ্ছে মতো,
  • ধর্মের নামে, দেশের নামে, ভাষার নামে মানুষকে দূরে সরিয়েছি।
  •  চামড়ার নাম দিয়ে, গনতন্ত্রের নাম দিয়ে, কেটে টুকরো টুকরো করে দিয়েছি আমাদের এই পৃথিবীকে।
  • সাগর পাড়ে পড়ে থাকা এ্যলান কুর্দি,
  • কাটা তারে ঝুলতে থাকা ফেলানি। 
  • তারা হয়তো সব বলে দিয়েছে ঈশ্বরকে !!
  • ঈশ্বর এবার তার পৃথিবীকে ফেরত চেয়েছেন !
  • তিনি হয়তো শুনেছেন তাদের সব অভিযোগ---- 

  • হয়তো শুনেছেন প্রকৃতির আর্তনাদ-
  • শুনেছেন সেই পাখিটির কান্না- এটাই হয়তো ঈশ্বরের মার,  কিংবা প্রকৃতির প্রতিশোধ ।
  • বৈভবে মোড়া দুবাই এর ৮২৮ মিটার উঁচু মিনারের বুর্জ খলিফা নাকি খাঁ খাঁ করছে ,
  • সোনা আর পেট্রো ডলারে মুড়ে রাখা অহংকার এখন থরথর করে কাপছে মৃত্যুভয়ে----
  • ক্ষুদ্রাতিক্ষুদ্র একটা ভাইরাসের ভয়ে প্ররাক্রমশালীরা অসহায়ের মত ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, কোটার কলার কাটা বিজ্ঞানীর দিকে !
  • চরম উন্নাসিকতায় যাদের দিকে কেউ ফিরে ও তাকায় না। 
  • তবে এ যুদ্ধ কেবল অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে? 
  • বোধ হয় না। 
  • একদিন হয়তো সব ঠিক হবে, কিন্তু আমরা কি সত্যিই মানুষ হবো? 
  • এই অন্তহীন প্রশ্ন ভবিষ্যতের জন্য রেখে 
  • আজ অন্তত বাঁচার স্বপ্ন দেখি----
  • ঘরে থাকুন,  সুস্থ থাকুন
  • প্রয়োজনে অবশ্যই মাস্ক পরেন। 
  • ধন্যবাদ। 

                                                                                রবিবার, ২২ মে, ২০২২

                                                                                চমৎকার দিন

                                                                                একটি চমৎকার দিন কাটুক ! শান্তি , বন্ধুত্ব , হাসি , ভাল বোঝাপড়া , ইতিবাচক চিন্তা , শান্ত, হাসি এবং ভাল ইচ্ছা , মজা ! নিরাপদে থাকুন !💕💕💕💕💕💕💕💕💕

                                                                                চরিত্র

                                                                                alamsarwar
                                                                                কক্সবাজার সমুদ্র সৈকত

                                                                                চরিত্র
                                                                                এতটাই মূল্যবান যা হারালে একটা মানুষের সবটা হারায়। টাকা পয়সা ক্ষতি হল তো কিছু ক্ষতি হল। স্বাস্থ্য ক্ষতি হল তো আরও বেশী কিছু ক্ষতি হল। আর চরিত্রহীন হলেন তো আপনার জীবনের সবটাই হারালেন। তাই ভাল মানুষের সাথে চলুন ভাল কাজ করার চেষ্টা করুন Sarwar Alam's Life 

                                                                                বাবা

                                                                                একজন পিতা এমন একজন ব্যক্তি যিনি তার ছেলেকে তার চেয়ে ভালো একজন মানুষ হতে চান। আমি আশা করি আমি আমার ছেলের কাছে বাবার মতো ভালো হতে পারব যেমনটা আমার বাবা আমার কাছে ছিলেন।


                                                                                চীনা প্রবাদ- আপনার ছেলেকে একটি দক্ষতা দেওয়া তাকে এক হাজার সোনার টুকরো দেওয়ার চেয়ে ভাল।


                                                                                আমার ছেলে, আমার জীবন, আমার সবকিছু। আমি আমার ছেলেকে আমার সমস্ত হৃদয় দিয়ে ভালবাসি। চিরকাল এবং সর্বদা। আমার ছেলে আমার পাওয়া সেরা উপহার।  সে আমার দিনের রোদ। আমার আত্মায় আনন্দ।  আর আমার জীবনের ভালোবাসা। 


                                                                                Sarwar Alam's Life

                                                                                আমি একদিন নিজেকে খুঁজে পাব।

                                                                                আমি কে? আমি তা ভুলে গিয়েছিলাম। নাম, পরিচয়, সবই হারিয়ে গিয়েছিল। কিন্তু আমি থেমে যাইনি। অন্বেষণ করেছি, নিজেকে খুঁজে বের করার চেষ্টা করেছি। আমি...