সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

আর কেউ বিশ্বাস করবে না

স্বার্থের অভিনয় করে থাকেন সবাই, আবেগ ছড়িয়ে দেন মনোহারী। ভুল বুঝে নেন, মনে করেন ভালোবাসেন, কিন্তু আসলেই কি তাই?

ভালোবাসার নামে ব্যবহার করেন, তারপর চলে যান অন্য কোথাও। কষ্ট পান, ভেঙে পড়েন, কিন্তু কিছু করার থাকে না।

স্বার্থের অভিনয় করে থাকেন সবাই, তাদের মুখোশ খুঁজে বের করা কঠিন। কিন্তু একদিন হয়তো সত্য প্রকাশ পাবে, তখন আর কেউ বিশ্বাস করবে না।

(সরওয়ারআলম)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি একদিন নিজেকে খুঁজে পাব।

আমি কে? আমি তা ভুলে গিয়েছিলাম। নাম, পরিচয়, সবই হারিয়ে গিয়েছিল। কিন্তু আমি থেমে যাইনি। অন্বেষণ করেছি, নিজেকে খুঁজে বের করার চেষ্টা করেছি। আমি...