রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

সবুজ শ্যামল ধান মাঠের স্মৃতি

বিকেল বেলা ঘর থেকে বেরিয়ে

হেঁটে যাই সবুজ ধান মাঠে
সূর্যের আলোয় সবুজ ধানের শিষ
ঝলমল করছে যেন সোনায়
ধান মাঠের পাশ দিয়ে বয়ে যায়
এক নদীর ধার
নদীর পানিতে ভেসে বেড়াচ্ছে
পাখিরা ওড়াওড়ি করছে
ধান মাঠের শেষে একটা ঘাট
সেখানে বসে সূর্যাস্ত দেখি
সূর্যটা লাল হয়ে ডুবে যাচ্ছে
আকাশে রঙের খেলা চলছে
বিকেল বেলা ঘর থেকে বেরিয়ে
ধান মাঠ ঘাট পেরিয়ে
ফিরে আসি সন্ধ্যা বাড়ি নিয়ে
সবুজ শ্যামল ধান মাঠের স্মৃতি নিয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি একদিন নিজেকে খুঁজে পাব।

আমি কে? আমি তা ভুলে গিয়েছিলাম। নাম, পরিচয়, সবই হারিয়ে গিয়েছিল। কিন্তু আমি থেমে যাইনি। অন্বেষণ করেছি, নিজেকে খুঁজে বের করার চেষ্টা করেছি। আমি...