রবিবার, ২২ মে, ২০২২

বড় সফলতা

জীবনে সবচেয়ে বড় সফলতা---- মনে করি---- মানুষ রূপে গড়ে তোলা------ নিজের সন্তানদের----একজন মা বাবা র----- এর চেয়ে বড় সফলতা---- পৃথিবীতে কি আছে------ 


যে সন্তান---- বড়দের ইজ্জত করবে--- ছোটদের স্নেহ করবে---- সৎ ব্যবসায়ী হবে---- চাকরিতে দুর্নীতি আর ঘুষ নেবে না----- সুদ খাবে না---- মানব কল্যানে নিজেকে বিসর্জন দিবে----- তবেই মানুষ হইতে পারবে।




শনিবার, ২১ মে, ২০২২

যুদ্ধ চাই না

মানবজাতির উপর এত কঠিন শাস্তির বিধান চাপিয়ে দিল। অন্তত দেহটাকে আত্মার সাথে উঠিয়ে নিত। কষ্টের আঘাতে শারিরিক যন্ত্রণা নিয়ে মানবজাতি মারা যায়। তার উপর মৃত দেহটার অবস্থা আরো তীব্র কষ্ট এবং যন্ত্রনাদায়ক ভাবে অন্তিম সংস্কার করে। কাউকে পুঁড়িয়ে আবার কাউকে কবরে। 



সামান্য ভাইরাস রোগের প্রতিরোধ ক্ষমতা হারিয়ে মানবজাতি স্নায়ু যুদ্ধের মাঝে ভাসে। সেখানে আবার পশ্চিমা দেশে যুদ্ধ লেগে আছে। রাশিয়া  বনাম ইউক্রেন যুদ্ধের নামে মানব হত্যা ও পৃথিবী ধ্বংসের ভয় ভীতিকর মরনাস্ত্র প্রদর্শন। জাতিসংঘের ক্যাডার আমেরিকা অস্ত্র ব্যবসার বিশ্ববাজার দখল করার সুযোগ খুজে। 


যুদ্ধ ধ্বংস ছাড়া কিছু দিতে পারে না, যুদ্ধ কখনো শান্তি দিতে পারে না। বিশ্বে যারা শান্তিকামি দেশ তারাও কিন্তু শান্তিতে নেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে হিমসিম। অসাধু ব্যবসায়ী যারা তারা প্রতিটি পন্যের মুল্যবৃদ্ধী করে আছে। খাইলে খাঁ হারাম না খাইলে মর। 


আমরা আমাদের জিবনের শত্রু নাকি জন্মগত প্রভুর শত্রু রিসাইক্লেনিং হয়ে আছি। কেন মানবজাতির কোন মুক্তি নেই?


 প্রভু যেন অদৃশ্যমান শৃংখলে বন্দি করে রেখেছে। প্রভু আমাদের উপর সহায় হউন। সহায় হোন মানবজাতির প্রত্যক শিশুর প্রতি। তারা নতুন তাদের দিকে চেয়ে সব ক্ষমা করে দিন। 


আমরা ১ম বিশ্ব যুদ্ধ দেখেছি মানব হত্যা ছাড়া কিছু না। আমরা ২য় বিশ্ব যুদ্ধ দেখেছি সেখানেও মানব হত্যা ছাড়া আর কিছু না। 


প্রভু, 

আর কোন যুদ্ধ আমরা দেখতে চাই না।

                                                            প্রভু আমরা          তোমাকে পেতে চাই। যিনি বিশ্ব ভ্রমান্ড এত সুন্দর সুনিপুণ  বায়ুব্যায়র মাধ্যমে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন আমাদের। 

                               সকল প্রশংসা আপনার জন্য প্রভু।

সময়ের ইতিহাস

বিষ মগজ খেয়ে যাচ্ছে আজও আমাকে। সে যন্ত্রনা থেকে মুক্তি চাই। মগজে ব্যাথা, ঘুমের মধ্যে চিৎকারে কেঁদে বুক (ওরা) আবার আসলে আমায় যদি মেরে ফেলে। 


আপনার সন্তানদের পড়া লেখা করার জন্য শাসন করতেন। মিথ্যা, খারাপ আচর না করার জন্য বারন করতেন। সে হলেন আপনি বাবা বিনম্র শ্রদ্ধা।


নিজ হাতে সন্তানদের সংসার দিলেন, ব্যবসা দিলেন, বাড়ি দিলেন, যতদিন আপনিও ছিলেন সবার সাথে সুসম্পর্ক ছিল। যারা অল্প শিক্ষীত তাদেরকে ব্যবহার করে অন্য সন্তান যারা,  তারা সে সুযোগে আপনার বিশ্বাসে আঘাত করেন। তারা কোথায় আপনার শাসন বারন শুনেছেন। তারা করেছেন আপনার বাটুয়ারার সাথে বাটপারি। একদিন এর হিসাব দিতে হবে নিশ্চয় সময়ের ইতিহাসে।


ওপারে চলে যাওয়ার আগে শেষ কথা হয় আপনার সাথে- তুই আমাকে ক্ষমা করে দিছ। আপনার কথাটা আজও আমাকে চিন্তা করেন এবং ক্ষমা, ক্ষমা, ক্ষমা। আর একটা কথা বলিলেন নামাজ পড়িছ। বাবা, ফিরে আসেননি আর। আপনাকে অভাব বোধ করি আর বেশি ভালবাসি। 


শবে কদরে আপনার জন্য দোয়া করি এবং আপনার প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করি। প্রভু, আপনার সমস্ত গুনা যেন ক্ষমা করে দেন। আপনার দেওয়া ভাল শিক্ষায় সুনামে পৃ্থিবী থেকে চির বিদায় নিতে পারি -একজন সত্যবাদী মানুষ হয়ে।


মা- কে আরো ভীষন ভয় হয়। আপনি চলে যাওয়ার পর থেকে, মা ও নেই। একটা উক্তি মনে পড়ে আপনার-


যে ব্যাক্তি ক্ষমা করতে জানে না, তার কাছে ক্ষমা না চাইতে। আসলে আমার শক্তি ছিলেন আপনিই। আপনাকে  হারিয়ে আজ মনে হচ্ছে- অনেক বড় ক্ষমতা হারিয়ে ফেলেছি  দুনিয়ায়। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক। 


বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, কারা নির্যাতিত মুক্তিযোদ্ধা,
বাংলাদেশ আওয়ামি লীগ, চট্টগ্রাম জেলার মহকুমার, ১৯৭১ মুক্তিযুদ্ধের সংঘটক, কক্সবাজার জেলার, রামু সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠতা ও দাতা সদস্য- সৈয়দ আলম সওদাগর।

আমি এ-তিম। 

 

বন্ধুত্ব






আমাদের বেচেঁ থাকার জন্য যেমন অক্সিজেনের প্রয়োজন হয় ঠিক তেমনি প্রয়োজন হয় কিছু ভালো বন্ধুর। বন্ধুত্ব হলো বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা এবং সহযোগিতা দিয়ে তৈরী একটি পবিত্র সম্পর্ক। প্রভুর দেওয়া সবথেকে ভাল উপহারের মধ্য একটি হল বন্ধুত্ব। আপনাকে এই সুন্দর কক্সবাজার সূর্যাস্ত + শক্তিশালী চিরস্থায়ী সমুদ্রের তরঙ্গ + সমুদ্রের কিনারা পাহাড় দেখাতে হয়েছিল। আপনি মনে অনুভব করতে পারেন। 
Sarwar Alam's Life 

জীবন

  •  জীবন তোমার
  • তুমি শিক্ষার্থী তুমি আগামী ভবিষ্যত।  তোমাকে পড়া লেখা করার জন্য স্কুল, বই, খাতা, কলম শিক্ষক দিলাম। জামা কাপড় দিলাম দেখতে তোমাকে সুন্দর লাগার জন্য। তোমাকে ভাল ভাল খাবার দিলাম সুস্থ সবল করার জন্য। তাতেই তুমি মানুষ হও- দীর্ঘ হও। একজন আদর্শবান পুরুষ হিসাবে দেশ ও জাতির কল্যাণ মূলক কাজে নিযুক্ত হতে পার। জীবন হউক তোমার ভবিষ্যত উজ্জ্বল ও দোয়া কামনায়।
  • 👬💕👬
  • ইতি 
  • (তোমার বাবা) 
  • Sarwar Alam's Life

বুধবার, ১৮ মে, ২০২২

জাগ্রত_৯৬ রামু।


 জাগ্রত_৯৬ রামু। 
 💓💓💓💓
পারিবারিক ঈদ পুনর্মিলন আয়োজন ২০২২
 বন্ধুদের পৃথিবীতে পরিবারের নতুন প্রজন্ম৯৬ দের জানাই শুভেচ্ছা। প্রজন্ম৯৬ হোক আরো সুন্দর, হোক আরো ভাল দিন কামনা।
অভিনন্দন_৯৬ বন্ধুদের, আজকের দিনটা সবার ভাল কাটুক আর খুশির দিন হিসাবে স্মরন থাক। 
তথ্যব্যান্ড #জাগ্রত_৯৬_এ বন্ধুদের সহযোগীতায় ফিওচার প্রজন্ম ৯৬ শিশুদের শিক্ষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিনোদন। 
সাগর কিনার দরিয়ার নগর।
 কক্সবাজার_বাংলাদেশ স্থানে খুব সুন্দর অনুষ্ঠান উপভোগ করেন এবং সবাই আনন্দিত। 💓💓💓💓



বুধবার, ৩০ মার্চ, ২০২২

আমি

App devlopers

আমি 
কারো সাথে প্রতিযোগিতায় নেই আমি আমার নিজের দৌড়. কারো চেয়ে ভালো হওয়ার খেলা খেলার কোনো ইচ্ছা আমার নেই। আমি শুধু উন্নতি করার লক্ষ্য রাখি, আমি আগের চেয়ে ভালো হতে চাই। ওটা আমি #sarwar

আমি একদিন নিজেকে খুঁজে পাব।

আমি কে? আমি তা ভুলে গিয়েছিলাম। নাম, পরিচয়, সবই হারিয়ে গিয়েছিল। কিন্তু আমি থেমে যাইনি। অন্বেষণ করেছি, নিজেকে খুঁজে বের করার চেষ্টা করেছি। আমি...